Do not hesitage to give us a call. We are an expert team and we are happy to talk to you.
+88 01711-614670
[email protected]
খুলনা রূপসা ফেরি ঘাট থেকে আমাদের জাহাজ ভোর ৬টার মধ্যে যাত্রা শুরু করবে। তারপর সুন্দরবনের দিকে প্রবেশ পথে ধাংমারী/চাঁদপাই ফরেস্ট স্টেশনে জাহাজ থামবে। বন বিভাগের অনুমতি এবং ফি প্রদান এবং 2 জন অস্রধারী বন প্রহরী নিয়ে হারাবিয়া ফরেস্ট অফিস এর দিকে যাওয়া হবে। সেখান থেকে কোটকা পৌঁছনো পর্যন্ত জাহাজ চলবে।এরই মধ্যেই জাহাজে খাবার পরিবেশন করা হবে। এবং রাতে বিশ্রাম।
খুব ভোরে বনের ভিতরে পাখি দেখার জন্য ছোট খালের মধ্য দিয়ে প্রবেশের জন্য ছোট নৌকা নিয়ে প্রবেশ করবো। এবং ঘুরা শেষে জাহাজে ফিরে সকালের নাস্তা সেরে ম্যানগ্রোভ ফরেস্টের মধ্য দিয়ে হাঁটবো এবং ওয়াচ টাওয়ারে আরোহণ করবো জামতলা সমুদ্র সৈকতে সূর্যস্নান দেখার জন্য, জাহাজে ফেরার পর আবার বনের দিকে যাত্রা শুরু করব যা কচিখালী পর্যন্ত চলবে।গাইড আপনাকে কচিখালী ফরেস্ট অফিসের দিকে নিয়ে যাবে, যেখানে আপনি প্রচুর হরিণ, বানর, পাখি ইত্যাদি দেখতে পাবেন। জাহাজে ফেরার পর দুপুরের খাবার পরিবেশন করা হবে। এবং সন্ধ্যায়, বার-বি-কিউ ডিনার পরিবেশন করা হবে। আমাদের জাহাজটি সন্ধ্যায় যাত্রা শুরু করবে ধানমারি/চাঁদপাই ফরেস্ট অফিসের উদ্দেশ্যে। সেখানে পৌঁছানোর পরে তার পাশেই রাত্রি যাপন করবে।
সকালের নাস্তা সেরে আমরা করমজল ফরেস্ট অফিস পরিদর্শন করব এবং আবার খুলনার দিকে যাত্রা শুরু করব। সন্ধ্যায় আমরা খুলনা পৌঁছাব।